রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবী অ্যালামনাই এসোসিয়েশন (RUAAA) এর ২য় সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উদযাপন-২০২৫
১৫ জানুয়ারী ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবী অ্যালামনাই এসোসিয়েশনের ২য় সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উদযাপন-২০২৫ আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারী ২০২৫ রোজ বৃহস্পতি ও শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে বি.এ অনার্স, এম.এ, এম.ফিল ও পিএইচ.ডি যে কোন একটি ডিগ্রী অর্জন করলেই নির্ধারিত ফি জমা দিয়ে রেজিস্ট্রেশনপূর্বক সম্মিলনে অংশগ্রহণ করতে পারবেন। আরবী বিভাগের বি.এ. অনার্স প্রথম বর্ষ থেকে এম.এ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীগণ নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে সহযোগী সদস্য হিসেবে সম্মিলনে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও অংশগ্রহণকারী সদস্যদের স্পাউস ও সন্তান নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা প্রদানপূর্বক সম্মিলনে অংশগ্রহণ করতে পারবেন।
সম্মিলনে অংশগ্রহণের জন্য বিভাগের ওয়েবসাইটে প্রদত্ত তথ্যাদি পূরণ করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নির্দেশিত পদ্ধতিতে যে কোনো ডাচ বাংলা কাস্টমার একাউন্ট (রকেট) এর মাধ্যমে ২% সার্ভিসচার্য সহ নির্ধারিত ফি এর টাকা পরিশোধ করতে হবে। সদস্য ফিসহ সকল ধরণের ফি নির্ধারিত ফরম পূরণ করে আগামী ১৫ জানুয়ারী ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
জরুরী প্রয়োজনে ০১৭১৬১২০৬৫১, ০১৭১০৮৭৩৭৫৫, ০১৭০৮৫২৪৪৭৮, ০১৭১৬৮২৫১৮৪, ০১৭১৭৬২৪১৫৩ নম্বরে যোগাযোগ করা যাবে।
[FOR TECHNICAL HELP PLEASE CONTACT: Farook- 01717798003]
বিশেষ দ্রষ্টব্য:
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের (৩০০x৪০০) রঙ্গিন ছবি রেজিস্ট্রেশন ফরমে সংযুক্ত করতে হবে।
- রেজিস্ট্রেশন কপি নির্ধারিত তারিখে বিভাগে জমা দিয়ে অ্যালামনাই কিটস সংগ্রহ করতে হবে।
- নির্দেশিত ওয়েবপেজে (csa.ru.ac.bd/arabic) প্রবেশ করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নির্ধারিত রেজিস্ট্রেশন ফি (পুরাতন সদস্য) [ নির্ধারিত ফি এর সাথে ২% সার্ভিস চার্জ সংযুক্ত হবে]
সদস্যের ধরণ |
সম্মিলন ফি |
মোট ফি (২% সার্ভিস চার্জ সহ) |
প্লাটিনাম সদস্য |
৩,০০০ টাকা |
৩,০০০ + ৬০ = ৩,০৬০ টাকা |
ডায়মন্ড সদস্য |
৩,০০০ টাকা |
৩,০০০ + ৬০ = ৩,০৬০ টাকা |
গোল্ডেন সদস্য |
৩,০০০ টাকা |
৩,০০০ + ৬০ = ৩,০৬০ টাকা |
জীবন সদস্য |
৩,০০০ টাকা |
৩,০০০ + ৬০ = ৩,০৬০ টাকা |
নির্ধারিত রেজিস্ট্রেশন ফি(নতুন সদস্য)
সদস্যের ধরণ |
সদস্য ফি |
সম্মিলন ফি |
মোট ফি (২% সার্ভিস চার্জ সহ) |
প্লাটিনাম সদস্য |
৫০,০০০ টাকা |
৩,০০০ টাকা |
৫৩,০০০ + ১০৬০= ৫৪,০৬০ টাকা |
ডায়মন্ড সদস্য |
২৫,০০০ টাকা |
৩,০০০ টাকা |
২৮,০০০ + ৫৬০ = ২৮,৫৬০ টাকা |
গোল্ডেন সদস্য |
১০,০০০ টাকা |
৩,০০০ টাকা |
১৩,০০০ + ২৬০ = ১৩,২৬০ টাকা |
জীবন সদস্য |
৫,০০০ টাকা |
৩,০০০ টাকা |
৮,০০০ + ১৬০ = ৮,১৬০ টাকা |
সাধারণ সদস্য |
৫০০ টাকা |
৩,০০০ টাকা |
৩,৫০০ + ৭০ = ৩,৫৭০ টাকা |
সহযোগী সদস্য (বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থী) |
১,৫০০ + ৩০ = ১,৫৩০ টাকা |
স্পাউস/সন্তান (প্রতি জন) |
১,২০০ + ২৪ = ১,২২৪ টাকা |
প্রয়োজনে:
প্রফেসর ড. মো. জাহিদুল ইসলাম
সভাপতি, আরবী বিভাগ ও কনভেনর
২য় আরবী অ্যালামনাই সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উদযাপন-২০২৫ বাস্তবায়ন কমিটি আরবী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
মোবাইল: ০১৭১৬১২০৬৫১
প্রফেসর ড. মো. আতোয়ার রহমান
আহ্বায়ক, প্রচার ও নিবন্ধন উপকমিটি
২য় আরবী অ্যালামনাই সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উদযাপন-২০২৫
আরবী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
মোবাইল: ০১৭১০৮৭৩৭৫৫
[FOR TECHNICAL HELP PLEASE CONTACT: Farook- 01717798003]