Payment Instruction

আবেদন ফি প্রদানের প্রক্রিয়া

স্লিপে প্রদত্ত Bill Number ব্যবহার করে রকেট এর মাধ্যমে আবেদনের ফি নিম্নে উল্লেখিত পদ্ধতিতে প্রদান করার মাধ্যমে আবেদন নিশ্চিত (Confirm) করতে হবে। সংশ্লিষ্ট ফি প্রদান ব্যতিত আবেদন সম্পন্ন হবে না।

 

রকেট এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি
Step-1: *322# ডায়াল করতে হবে।
Step-2: "1. Bill Pay" অপশন সিলেক্ট করতে হবে।
Step-3: "2. Other" অপশন সিলেক্ট করতে হবে।
Step-4: "Enter Payer Mobile No." এর স্থলে প্রার্থীর মোবাইল নম্বর দিতে হবে।
Step-5: "0. Other" অপশন সিলেক্ট করতে হবে।
Step-6: Enter Biller ID. এর স্থলে '4477' টাইপ করতে হবে।
Step-7: Enter Bill Number এর স্থলে অবশ্যই স্লিপে প্রদত্ত Bill Number টি প্রদান করতে হবে।
Step-8: Enter Amount এর স্থলে স্লিপে প্রদত্ত সর্বমোট ফি এর পরিমাণ দিতে হবে।
Step-9: Enter PIN এর স্থলে Customer এর রকেট Account এর PIN নম্বর দিতে হবে।
Step-10: Payment Confirmation SMS আসবে। এই SMS থেকে Transaction ID (TxnID) সংরক্ষণ করতে হবে।