You are here
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২২-২৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য ৫ম RUSAA সম্মিলন উপলক্ষে প্রকাশিতব্য স্যুভেনিরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সকল শিক্ষক (প্রাক্তন ও বর্তমান) ও এলামনাই-এর নিকট হতে ৫০০ শব্দের (SutonnyMJ-১৪ ফন্টের) লেখা (প্রবন্ধ, নিবন্ধ, স্মৃতিচারণ, ছোটগল্প, কবিতা প্রভৃতি) আহ্বান করা হচ্ছে। উল্লেখ্য যে, শুধুমাত্র বিশেষজ্ঞ সদস্যের বোর্ড কর্তৃক সুপারিশকৃত লেখাসমূহ এই স্যুভেনিরে প্রকাশ করা হবে। লেখা জমাদানের শেষ তারিখ ৩০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।
বদরুল আমিন রুবেল সদস্য সচিব প্রকাশনা উপ কমিটি ৫ম RUSAA সম্মিলন |
প্রফেসর সুলতানা মোসতাফা খানম আহ্বায়ক প্রকাশনা উপ কমিটি ৫ম RUSAA সম্মিলন |
কুরিয়ারে/ডাক যোগাযোগে লেখা পাঠানোর ঠিকানা
বদরুল আমিন রুবেল
জিশা প্রিন্টার্স
১৯, সমবায় সুপার মার্কেট
সাহেব বাজার, রাজশাহী ৬০০০
ইমেইল: badrul.amin.3020@gmail.com
প্রয়োজনে: ০১৭১৬৭২৭৪৫৫
বিশেষ দ্রষ্টব্য: হার্ডকপির পাশাপাশি লেখার (SutonnyMJ-১৪ ফন্টে লেখা) সফটকপি অবশ্যই ইমেইলে পাঠাতে হবে।